Screen Reader Mode Icon

RFP Information and Instructions

Please read the information below before proceeding to the application
হাডসন প্রকল্প: পর্যটন প্রকল্পের জন্য প্রস্তাব আহ্বান

ফরম জমা দেয়ার তারিখ : এপ্রিল ২০২১-জুন ২০২১

 

সিটি অব হাডসন নিউইয়র্ক ট্যুরিজম বোর্ড হাডসনের বাইপোক (BIPOC - কৃষ্ণকায়, আদিবাসী ও অভিজাত সম্প্রদায়) এবং ল্যাটিনএক্স কমিউনিটি প্রবর্তিত প্রকল্পের জন্য দরখাস্তকে স্বাগত জানাচ্ছে। প্রকল্পগুলোকে অবশ্যই আকর্ষণীয় পর্যটনকেন্দ্র হিসেবে হাডসনের উৎকর্ষ তুলে ধরতে হবে এবং স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করতে হবে। দ্য কলম্বিয়া অর্থনৈতিক কর্পোরেশন ((CEDC)  এই কর্মসূচিতে প্রশাসনিক সমর্থন প্রদান করবে।

 

তহবিলের বিষয়টি বিশেষভাবে হাডসনের বাইপোক এবং ল্যাটিনএক্স জনগোষ্ঠীর উপর আলোকপাত করবে। কারণ হাডসন এবং হাডসনের বাইরে তারা অব্যাহতভাবে সামাজিক, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক বৈষম্যের শিকার এবং এখনও প্রান্তিক স্তরেই রয়ে গেছে।

 শুধুমাত্র নিউ ইয়র্কের হাডসন ভিত্তিক ব্যবসা-বাণিজ্য এবং সংস্থাগুলো তাদের ভাগ্য উন্নয়নে প্রয়োগের উপযোগী। কেবলমাত্র বাইপোক এবং ল্যাটিনএক্স জনগোষ্ঠীর সদস্যদের দ্বারা প্রবর্তিত প্রকল্পগুলো অবহেলিত জনগোষ্ঠীর ভাগ্যোন্নয়নের কাজে প্রয়োগের উপযোগী ( অর্থাৎ আমাদের বাইপোক এবং/ বা ল্যাটিনএক্স জনগোষ্ঠীর সেবাদানে নিয়োজিত সংস্থা প্রয়োগের উপযোগী বিবেচত হবেনা)।- সলক প্রকল্পকেই হাডসনের সীমারেখায় অবস্থিত হতে হবে।

ব্যবসা-বাণিজ্য বা সংস্থার ব্যাপারে অভিজ্ঞ ব্যক্তিবর্গ কোন ব্যবসা বা সংস্থার সাথে সম্পর্কযুক্ত বা অ্যাফিলিয়েটেড না হলেও তাদেরকে নিরুৎসাহিত করা যাবেনা। কারণ তাদেরকে ব্যবসা বাণিজ্য এবং সংস্থার সাথে সম্পৃক্ত করার যথেষ্ট সুযোগ রয়েছে। আপনি দরখাস্ত করতে চাইলে তবে wb‡¤œi তালিকার যে কোন একটি প্রশ্ন এবং উত্তর সেশনে যোগ দিতে পারেন।

 

আপনাদের যে কোন প্রশ্নের উত্তর দেয়া কিংবা আপনার কি ধরনের সাহায্যের প্রয়োজন হতে পারে সে সকল উত্তর ও তথ্য-উপাত্ত সংশ্লিষ্ট রিকোয়েস্ট অ্যান্ড প্রপোজালস ফর ট্যুরিজম প্রজেক্টস   wb‡¤œ  বর্ণিত তারিখে ২টি  ভার্চুয়াল পাবলিক ইনফরমেশন সেশন আয়োজন করবে।

তারিখ: ২৪ মার্চ মঙ্গল বার, বিকাল ৬ থেকে ৭টা।

             https://us02web.zoom.us/j/83416703023?pwd=aEo2NGlGZ1I2Z0NILy9Ya0RDV0J4dz09

                              এবং

  ২৭ তারিখ শনিবার, অপরাহ্ন ১টা থেকে ৩টা।

o              https://us02web.zoom.us/j/84908548489?pwd=ZDRJd1JqTjJCbmVYRmVLRG9HbXpUUT09

 

এই লিঙ্ক ব্যবহার করে সেশনে প্রবেশ করা যাবে।

 

এছাড়া এই Request for Proposals for Tourism Projects সংশ্লিষ্ট যে কোন প্রশ্ন এই ইমেইল projecthudsonny@gmail.com. যোগে জমা দেয়া যাবে

 

সকল প্রশ্ন এবং উত্তর   PROJECT HUDSON WEBSITE. এ পোস্ট করা হবে।

 

wb¤œewY©Z প্রকল্পের জন্য দ্য হাডসন নিউ ইয়র্ক ট্যুরিজম বোর্ড প্রস্তাবাবলী গ্রহণ করছে :

সর্বোচ্চ ৫ হাজার ডলার পুরস্কার প্রদান সমেত তুলনামূলকভাবে কম সুযোগের প্রকল্পগুলো: নির্বাচিত সীমিত সুযোগের প্রকল্পগুলোকে তাদের পুরস্কারের ৫০% প্রদান করা হবে তহবিল প্রদানের সিদ্ধান্ত, বাস্তবায়নের চুক্তিসহ এই দরখাস্তে সরবরাহকৃত সম্ভাব্য বিশদ বাস্তবায়ন বিবরণীর ভিত্তিতে। বাকি তহবিল আপনার চুক্তির ইনকর্পোরেটকৃত বিতরণযোগ্য অনুমোদিত তালিকার ভিত্তিতে পুনঃ অর্থায়ন বা মূলধন হিসেবে প্রদান করা হবে। প্রকল্প সম্পূর্ণ হওয়ার ৩০ দিনের মধ্যে বিতরণযোগ্য প্রকল্পের সমর্থনে ব্যয়কৃত অর্থের চূড়ান্ত ইনভয়েসের সাথে অগ্রগতির লিখিত সংক্ষিপ্ত প্রতিবেদন ইমেইলযোগে দাখিল করতে হবে।

 

.সর্বোচ্চ ১৫ হাজার ডলার পুরস্কার প্রদান সমেত তুলনামূলকভাবে অধিক সুযোগের প্রকল্পগুলো: নির্বাচিত অধিকতর সুযোগের পুরস্কারের ৫০% অর্থ প্রদান করা হবে তহবিল প্রদানের সিদ্ধান্ত, বাস্তবায়নের চুক্তিসহ এই দরখাস্তে সরবরাহকৃত সম্ভাব্য বিশদ বাস্তবায়ন বিবরণীর ভিত্তিতে। প্রকল্পের জন্য ব্যয়কৃত অর্থের ইনভয়েসের সাথে অগ্রগতির লিখিত সংক্ষিপ্ত বিবরণী ইমেইলযোগে দাখিলের ভিত্তিতে বাকবাকি অর্থ মূলধন হিসেবে প্রদান করা হবে। প্রকল্প সম্পূর্ণ হওয়ার ৩০ দিনের মধ্যে লিখিত সংক্ষিপ্ত চূড়ান্ত প্রতিবেদন অবশ্যই ইমেইলযোগে দাখিল করতে হবে।

পর্যটন- বোর্ড অধিকতর সীমিত-সুবিধের প্রকল্পের জন্য ২০ হাজার ডলার এবং বৃহত্তর-সুবিধের প্রকল্পের জন্য ৩০ হাজার ডলার তহবিল স্থির করেছে। যাহোক, পর্যটন বোর্ড অবশ্য পুরো ব্যয়ের প্রতিশ্রুতি দেয়নি। আনুমানিক প্রকল্পের আকার-আয়তনের উপর ভিত্তি করে অর্থ বন্টনের প্রক্রিয়া উপরে দেখানো হয়েছে। যোগ্য হওয়ার জন্য প্রকল্পের বাজেট ৫ হাজার বা ১৫ হাজার ডলার হতে হবেনা। এগুলো সর্বোচ্চ পরিমাণ। আবেদনকারীগণকে একাধিক প্রকল্প প্রস্তাবের জন্য অনুমতি দেয়া হয়েছে। প্রতিটি প্রজেক্ট প্রস্তাব
ট্যুরিজম বোর্ড যোগ্য wb‡¤œi শ্রেণীভুক্ত প্রকল্প প্রস্তাবের উপর অগ্রাধিকার প্রদান করবে এবং তহবিলের জন্য হাডসন কাউন্সিলের নিকট সেগুলোর পক্ষে সুপারিশ করবে।

পর্যটন বোর্ড অতিরিক্ত তথ্যের জন্য অনুরোধ কিংবা কোন প্রস্তাব কর্মসূচির লক্ষ্য মেটানো না পর্যন্ত প্রতিটি প্রকল্পের ভিত্তিতে উপরোল্লেখিত সীমার বাইরেও অপরিহার্য অর্থায়নের সুপারিশ করতে পারে।

অর্থায়িত প্রকল্পের সাথে সম্পর্কিত সকল উপকরণাদির বেলায় হাডসন সিটি পর্যটন বোর্ডকে অবশ্যই স্বীকৃতি দিতে হবে। প্রকল্পের চুক্তিনামায় এটি বিশেষ শর্ত হওয়ার দাবি রাখে।

পর্যটন বোর্ড বিবেচনা করবে যে সকল দরখাস্ত :

হাডসন নগরে অবস্থিত।

হাডসনের নাগরিক জীবনে প্রাণ সঞ্চার করে।

হাডসনের কমিউনিটি এবং ব্যবসা-বাণিজ্যে উদ্দীপনা বা অনন্য অভিজ্ঞতা সৃষ্টি করে।

বিনোদন এবং/ বা প্রণোদনার জন্য স্থানীয় সুযোগ সুবিধে সৃষ্টি করে।

অগ্রিম হাঁটার উপযোগী চলাচল পথ অন্বেষণ করে।

আবহাওয়ার স্বাভাবিকত্ব ফিরিয়ে আনার জন্য স্থানীয় সুযোগ-সুবিধে সৃষ্টি করা, যেখানে প্রযোজ্য।

সকল শ্রোতা এবং এডিএ কমপ্লায়েন্ট ( অন্যের ইচ্ছাপূরণে সম্মত) এর জন্য প্রবেশাধিকারযোগ্য, যেখানে প্রযোজ্য।

কম খরচে উৎসাহদাতা, অস্থায়ী নগরায়ন কৌশল এবং ((DIY)  )  ডাইঈ প্রজেক্ট ব্যবহার করা, যেখানে প্রযোজ্য ( দয়া করে নিচের সম্প্রসারিত তালিকা দেখুন)।

 

দরখাস্ত করার জন্য:

প্রকল্প প্রস্তাবাবলীর জন্য সর্বশেষ সময় শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১। তহবিলের সহজলভ্যতার উপর বাড়তি সময় সীমা নির্ভর করবে।

প্রস্তাবাবলী হয়ত বা দ্য হাডসন নিউ ইয়র্ক ট্যুরিজম বোর্ডের নিকট দাখিল করা যাবে :

এই অনলাইন ফরম পূরণ করে।

ছাপানো দরখাস্ত ফরম পূরণ করে যা wb¤œewY©Z স্থানগুলো থেকে সংগ্রহ করা যাবে

           .হাডসন সিটি হল:

               ৫২০ ওয়ারেন স্ট্রীট, হাডসন, নিউ ইয়র্ক।

               

                 .অপারেশন ইউনিট

                 ৩৬০ কলম্বিয়া সেন্ট # ১৯০৬. হাডসন,

               নিউ ইয়র্ক ১২৫৩৪।

           

               ব্লিস টাওয়ার রেন্টাল অফিস

               ৪১ এন ২য় সড়ক, হাডসন

                   নিউ ইয়র্ক ১২৫৩৪। 

            

                  টেরেস রেন্টাল অফিস

                ১৫ এন ফ্রন্ট সেন্ট # ৭ এ, হাডসন,

                   নিউ ইয়র্ক ১২৫৩৪।  

 

                  বোডেগা আইগুলা রিয়েল

              ৭৪৯ কলম্বিয়া স্ট্রীট, হাডসন

                   নিউ ইয়র্ক ১২৫৩৪। 

 

            নাজমা ডেলি ও গ্রোসারী

                ৪৪ এন। ৩য় স্ট্রীট, হাডসন

                   নিউ ইয়র্ক ১২৫৩৪। 

 

             ওয়ারেন স্ট্রীট মার্কেট

             ২০১ ওয়ারেন, স্ট্রীট, হাডসন,

                   নিউ ইয়র্ক ১২৫৩৪। 

 

 পূরণকৃত দরখাস্তগুলো এবং বাজেট হাডসন সিটি হল প্রজেক্ট হাডসন, রাউন্ড ০২ অ্যাটন. ঘানাহ ব্ল্যাক, সেলহা গ্রাহাম অ্যান্ড ক্যাটে ট্রীসী-তে পৌঁছে দিতে হবে।

প্রতিটি প্রকল্পের জন্য তহবিল বরাদ্দের বিষয়টি হাডসন কমন কাউন্সিলের অনুমোদন সাপেক্ষ। আনুষ্ঠানিক কমন কাউন্সিল সভার অব্যবহিত পরপরই পর্যটন বোর্ড প্রকল্পের অবস্থা দরখাস্তকারীদের অবহিত করবেন। আপনার আগ্রহের জন্য ধন্যবাদ।

প্রক্রিয়া বিষয়ক যে কোন সরাসরি প্রশ্ন জানতে আমাদের আমাদের সাথে যোগাযোগ করুন:     projecthudsonny@gmail.com. 
0 of 45 answered
 

T