Screen Reader Mode Icon

কোভিড-১৯ ভ্যাক্সিন বা টিকা ।

উদ্দেশ্য: এই গবেষণার উদ্দেশ্য হলো আপনাকে কোভিড-১৯ ভ্যাকসিন সম্পর্কে সঠিক তথ্য সরবরাহ করা এবং ফ্যাক্টশিট সম্পর্কে আপনি কতটুকু বোঝেছেন তা মূল্যায়ন করা। টিকা দেওয়ার নিয়ে আপনার উদ্বেগ মোকাবেলা করতে এবং মহামারী থেকে সংক্রমণ ছড়ানো হ্রাস করতে স্বাস্থ্যসেবীদের জন্য এই গবেষণায় আপনার মতামত অত্যন্ত মূল্যবান। আপনি অংশ নেবেন বা না করুন, এটি আপনার কমিনিটির প্রাপ্ত কোনও পরিষেবা বা আপনার অভিবাসন স্থিতিকে প্রভাবিত করবে না। এই গবেষণাটি সম্পূর্ণ বেনামে, সুতরাং আপনার নাম অন্তর্ভুক্ত করা হবে না। এটি আপনার সময় নিতে পারে মাত্র ৫ মিনিট।
কোভিড-১৯ ভাক্সিন সত্য বনাম বিশ্বাস

কোভিড-১৯ মহামারী থেকে গুরতর দুর্বলতা পুরো নিউ ইয়র্ক সিটিতে ছড়িয়ে গেছে। ছয় ৬০০,০০০ মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং ২৬,০০০ মারা গিয়েছেন। সেই সব মানুষ আপনার মতই।
এখন কোভিড-১৯ ভাক্সিন বিনামূল্যে দেয়া হচ্ছে সবার জন্য। সেন্ট জন্স ইউনিভার্সিটি দেখতে চায় আপনি সঠিক তথ্য দিচ্ছেন এই বিষয়ে। নিচে কিছু ভাক্সিন নিয়ে বিশ্বাস লেখা আছে।

বিশ্বাস: নতুন নতুন কোভিড-১৯ ভারিয়ান্ট আসছে তাই আমি জানি না এখন কোভিড-১৯ ভাক্সিন নিবো কি না।
সত্য: যদিও নতুন নতুন কোভিড-১৯ ভারিয়ান্ট আসছে, আপনাকে পরামর্শ দেয়া হচ্ছে ভাক্সিন নিতে যাতে আপনি গুরতর অসুস্থতার ও মৃত্যু প্রতিরোধ করতে পারেন।

বিশ্বাস: কোভিড-১৯ ভাক্সিন থেকে আমার কোভিড-১৯ রেজাল্ট পজিটিভ আসবে। 
সত্য: আপনি একবার কোভিড-১৯ ভাক্সিন নেবার পর আপনার হয়ত পজিটিভ রেজাল্ট আসতে পারে কিছু এন্টিবডি টেস্টে যেটা আপনার শরীরকে রক্ষা করবে এই ভাইরাস থেকে। 
 
বিশ্বাস: আমার আর মাস্ক পড়তে হয় না বা নিজেকে সামাজিক দূরত্ব বজীয়ে রাখতে হয় না ভাক্সিন নেবার পর থেকে। 
সত্য: কোভিড-১৯ ভাক্সিন আপনার শরীর খারাপ হবার থেকে এবং মৃত্যু থেকে প্রতিরোধ করে। এমন একটি সম্ভাবনা থাকতে পারে যে আপনি এখনও অন্যদের সংক্রামিত করতে পারেন যারা টিকা নেননি। তাই জনস্বাস্থ্যের নির্দেশিকা অনুসরণ করে চলে যাওয়া খুব গুরুত্বপূর্ণ।  
 
বিশ্বাস: আমার একটি দির্ঘস্থায়ী রোগ আছে (যেমন ডায়বেটিস, উচ্চ রক্ত চাপ, হাঁপানি বা এইচআইভি)। কোভিড-১৯ ভাক্সিন আমার  নেতিবাচকভাবে রোগপ্রতিরোধ ক্ষমতায় প্রভাব ফেলবে। 
সত্য: যেই সব মানুষদের দির্ঘস্থায়ী রোগ আছে তারা কোভিড-১৯ নিয়ে আরো ঝুঁকিতে আছে কোভিড-১৯ থেকে মৃত্যু থেকে, এবং তাদের ভাক্সিন নেয়া আরো জরুরি। কোভিড-১৯ ভাক্সিন আপনার রোগপ্রতিরোধ ক্ষমতাকে আরো বৃদ্ধি করবে এই রোগ থেকে। 
 
বিশ্বাস: আমার কোভিড-১৯ হয়েছিলো আর তাই কোভিড-১৯ ভাক্সিনের দরকার নেই। 
সত্য: ইনফেকশনের পর প্রতিরোধক বেশীদিন থাকে না। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত গবেষণা হচ্ছে। তাই কোভিড-১৯ ভাক্সিন নেওয়া খুবই জরুরী। 
 
বিশ্বাস: যারা কোভিড-১৯ ভাক্সিন নেয় তাদের পার্শপ্রতিক্রিয়া হয়।  
সত্য: পার্শপ্রতিক্রিয়া খুবই স্বাভাবিক ভাক্সিন নেয়া ব্যক্তিদের মধ্যে যেটাতে বোঝা যায় ইনফেকশনের বিরুদ্ধে এটা কাজ করছে। 

বিশ্বাস: কোভিড-১৯ ভাক্সিনের কারনে আমি বাচ্চা নিতে পারবো না। 
সত্য: কোভিড-১৯ ভাক্সিন গর্ভবতী মহিলাদের কোন ঝুঁকি আনে না। বিজ্ঞানীরা নতুন পরিক্ষা করছে এটা বোঝার জন্য। 
 
বিশ্বাস: কোভিড-১৯ ভাক্সিন বাচ্চা ও সদ্য মায়েদের জন্য ঝুঁকিপূর্ণ।  
সত্য: কোভিড-১৯ ভাক্সিন সদ্য মায়েদের জন্য ও বাচ্চাদের জন্য ঝুকিপূর্ণ না। এমনকি, বুকের দুধে প্রতিরোধক এন্টিবডি আছে, এটাই বিশ্বাস। বিজ্ঞানীরা কোভিড-১৯ নিয়ে আরো গবেষণা করতে থাকবে এটা বোঝার জন্য যেটা এটা নিরাপদ।

বিশ্বাস: কোভিড-১৯ ভাক্সিনে ডিম, শূকরের মাংস, এবং গরুর মাংস আছে আর তাই আমি এটা চাই না। 
সত্য: ডিম, প্রিজারভেটিভ, শূকরের মাংস, এবং গরুর মাংস কিছুই কোভিড-১৯ ভাক্সিন তৈরী করতে ব্যবহার করা হয়নি। 
 
বিশ্বাস: কোভিড-১৯ ভাক্সিন সুরক্ষিত না কারন এটা খুব ধ্রুত তৈরী করা হয়েছে। 
সত্য: জনস্বাস্থ্য মহামারীর তীব্রতার জন্য জরুরি প্রতিক্রিয়া প্রয়োজন, তবে সংস্থাগুলিকে এখনও কঠোর সুরক্ষা প্রোটোকল পাস করতে হয়েছিল যা COVID-19 ভ্যাকসিনগুলি জনসাধারণের ব্যবহারের জন্য অনুমোদিত হতে দেয়। 
 
বিশ্বাস: কোভিড-১৯ ভাক্সিনের কারনে এলার্জি হয়। 
সত্য: বেশিরভাগ মানুষ যারা কোভিড-১৯ ভাক্নেয়, তাদের হালকা লক্ষণ দেখা যায় (যেমন হাত ব্যথা, ক্লান্তি, মাথা ব্যথা, এবং জ্বর) যেটা অনেক টিকাতেই সাধারনত হয়। তবে, অতীতে যাদের ভ্যাকসিনের প্রতি তীব্র অ্যালার্জি হয়েছিল, তাদের COVID-19 টিকা দেওয়ার আগে তাদের ডাক্তারের সাথে কথা বলা উচিৎ। 

বিশ্বাস: আমি একজন অভিবাসী আর আমি কোভিড-১৯ ভাক্সিন পাবো কি না জানি না। 
সত্য: কোভিড-১৯ ভাক্সিন সবার জন্য বিনামূল্যে দেয়া হচ্ছে আপনার অভিবাসী স্টেস্টা
বিশ্বাস: কোভিডি-১৯ ভাক্সিনে মাইক্রোচিপ আছে সেটা আমাদের ট্রাক করতে পারবে। 
সত্য: কোভিড-১৯ ভাক্সিনে কোন মাইক্রোচিপ নেই যেটা দিয়ে আপনার অবস্থান দেখা যাবে। এটা আপনি কোথায় আছেন বলবে না। ভাক্সিনে একটা বিশেষ প্রোটিন আছে যেটা রোগ প্রতিরোধ করতে সুবিধা করে। 

বিশ্বাস: কোভিড-১৯ ভাক্সিন নিলে আমার ডিএনএ পরিবর্তন হয়ে যাবে। 
সত্য: আপনার ডিএনএ আপনার শরীরের কোষের নিউক্লিয়াসে। কোভিড-১৯ ভাক্সিনে এমআরএনএ (প্রোটিন) আছে কিন্তু সেটা আপনার নিউক্লিয়াসে কখনই ঢুকবে না এবং আপনার ডিএনএও পরিবর্তন করবে না। 
 
বিশ্বাস: আমার বেলস পালসি হবে কোভিড-১৯ ভাক্সিন নেবার পর।
সত্য: কোন প্রমান নেই যে কোভিড-১৯ ভাক্সিন নেবার পর আপনার বেলস পালসি হবার সম্ভাবনা বেড়ে যায়।

বিশ্বাস: কোভিড-১৯ ভাক্সিন পরিত্যক্ত ভ্রূণ থেকে তৈরী হয়েছে এবং এটা আমার ধর্মীয় মতবাদের বিরুদ্ধে। 
সত্য: ফাইজার ও মডার্ণার কোভিড-১৯ ভাক্সিনে কোন ভ্রূণ কোষ ব্যবহার করা হয়নি। 
 
বিশ্বাস: আমি চিন্তিত কোভিড-১৯ ভাক্সিন আমার যৌন ক্ষমতা কমিয়ে ফেলবে। 
সত্য: কোভিড-১৯ ভাক্সিন ইনফেকশন কমায় এবং গুরতর অসুস্থতা এবং মৃত্যু থামায়। এটা আপনার যৌণ ক্ষমতায় পরিবর্তন করবে না।

Question Title

* 1. আপনি কি এই জরিপে অংশ নিতে ইচ্ছু? একটি উত্তর পছন্দ করুন।

Question Title

* 2. আপনি কোন ভাষায় এই জরিপ সম্পূর্ণ করতে চাচ্ছেন?

Question Title

* 3. আপনার বয়স কত?

Question Title

* 4. আপনার জিপ কোড কি?

Question Title

* 5. আপনি কি কোভিড-১৯-এর ভ্যাক্সিন পেয়েছেন?

Question Title

* 6. আপনার লিঙ্গ কি? একটি উত্তর পছন্দ করুন।

Question Title

* 7. আপনার বর্ণ কি? নিচের একদের অধিক উত্তর পছন্দ করতে পারেন।

Question Title

* 8. আপনার সাথে কি কো বাচ্চা বা বয়স্ক কেউ থাকে?

Question Title

* 9. আপনার সর্বচ্ব শিক্ষা কি? একটি উত্তর পছন্দ করুন।

Question Title

* 10. আপনি কি এখন…? নিচের একদের অধিক উত্তর পছন্দ করতে পারেন।

Question Title

* 11. গত ১২ মাসে, আপনার কি রুটিন চেক-আপ হয়েছে ডাক্তারের কাছে? তার মাধে আপনি কি আপনার রেগুলার ফিজিকাল চেপ-আপ করতে গিয়েছেন (তার মধ্যে ফিজিকাল এক্সাম, স্ক্রিনিং, ভ্যাক্সিন ও অন্যান্য)। নিচের একটি পছন্দ করুন।

Question Title

* 12. মহামারীর কারনে আপনার কি চাকরিতে, স্কুলে বা অন্যান্য দৈনন্দিন কাজে ব্যাঘাত হয়েছে? নিচের একটি পছন্দ করুন।

Question Title

* 13. মহামারীর কারনে আপনার কি চাকরিতে, স্কুলে বা অন্যান্য দৈনন্দিন কাজে মানসিক কারনে ব্যাঘাত হয়েছে? নিচের একটি পছন্দ করুন।

Question Title

* 14. আপনি কি ফ্লু সট বা ফ্লু স্প্রে আগে নিয়েছেন?

Question Title

* 15. কোভিড-১৯ ফ্যাটসিট পড়ে আপনি কি শব্দ চয়ন ঠিক মনে করেন?

Question Title

* 16. কোভিদ-১৯ ফ্যাটসিট পড়ে আপনি কি সহজে বুঝতে পেড়েছেন?

Question Title

* 17. কোভিড-১৯ ফ্যাটশিটের তথ্য কি আপনি কি উপকারী মনে করেছেন?

Question Title

* 18. কোভিড-১৯ ফ্যাটশিট পড়ে আপনি কি ভ্যাক্সিন নিতে আরো আগ্রহী?

Question Title

* 19. আপনি ভ্যাক্সিন পেয়েছেন কি না, তা সত্তেও আপনা কি কি চিন্তা কোভিড-১৯ ভ্যাক্সিন নিয়ে? নিচের একদের অধিক উত্তর পছন্দ করতে পারেন।

0 of 19 answered
 

T